বিশ্বে এবার সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন বি২!

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

সারা বিশ্বেই এখন ত্রাস হয়ে দেখা গিয়েছে কোভিডের নয়া রূপ ওমিক্রন। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় হদিশ পাওয়া এই ওমিক্রনের মূলত বি ১ উপরূপ (সাবভারিয়্যান্ট)-ই সংক্রমণ ছড়িয়েছে। এ বার ওমিক্রনের বি ২ উপরূপে ব্রিটেনে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। জিন পরীক্ষার পর ব্রিটেনে এখনও পর্যন্ত ৪২৬ জনের শরীরে এই উপরূপ শনাক্ত করা গিয়েছে। ডেনমার্ক, অস্ট্রেলিয়া, চীন ও সিঙ্গাপুরেও এই উপরূপে সংক্রমণের হদিশ মিলেছে। এখন প্রশ্ন হল, ওমিক্রনের বি ১ উপরূপের চেয়ে বি ২ উপরূপ কি বেশি বিপজ্জনক?

ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা অবশ্য জানাচ্ছে, হদিশ পাওয়া এই নয়া উপরূপের বিশেষ কোনও পরিব্যক্তি (মিউটেশন) নজরে আসেনি। বি ২এর কারণে সংক্রমিত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কি না, তা এখনই বোঝা যাচ্ছে না। এই উপরূপ নিয়ে খুবই কম পরিমাণ তথ্য হাতে এসেছে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের ভাইরাসবিশেষজ্ঞ টম পিকক বলেন, ‘বি১এর থেকে যে খুব বেশি আলাদা এই উপরূপ, এ কথা এখনই বলা সম্ভব নয়।’আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী নিবন্ধআহমদ উল্লাহ মাইজভাণ্ডারির রওজায় গোসল সম্পন্ন
পরবর্তী নিবন্ধজিইএম কোম্পানি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা টাকা আদায়ের দাবি