বিশ্বে প্রথমবারের মতো পেইন বা ব্যথার অনুভূতি পাঠানোর জন্য দায়ী মস্তিষ্কের সার্কিট পুনরায় তৈরির দাবি করেছেন বিজ্ঞানীরা। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের একটি দল। খবর বিডিনিউজের।
তারা বলছেন, ব্যথাজনিত বিভিন্ন রোগের ক্ষেত্রে আরও ভাল চিকিৎসা ব্যবস্থা বিকাশে সহায়তা করবে তাদের এই সাফল্য। গবেষকরা বলছেন, মস্তিষ্কের ব্যথার এসব সার্কিটের ম্যাপিং জানার ফলে পরীক্ষাগারে প্রাণীদের ব্যথা না দিয়েই এদের বিভিন্ন স্নায়ুর ওপর পরীক্ষা–নিরীক্ষা চালানোর কাজটি করা যেতে পারে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোরোগবিদ্যা ও আচরণগত বিজ্ঞানের অধ্যাপক সের্গিউ পাসকা বলেছেন, আমরা এখন মস্তিষ্কের ব্যথার পথটিকে কষ্টহীনভাবে মডেল করতে পারি। ল্যাবে তৈরি এসব সার্কিট কোনও ব্যথা অনুভব করে না।
এরা কেবল স্নায়বিক সংকেত পাঠায়, যা আমাদের মস্তিষ্কের অন্যান্য বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে আরও প্রক্রিয়াকরণ করা দরকার।
যাতে আমরা ব্যথার অপ্রীতিকর, বিরক্তিকর অনুভূতি অনুভব করতে পারি। প্রথমবারের মতো বিজ্ঞানীরা শরীরের ত্বক থেকে মস্তিষ্ক পর্যন্ত ব্যথা অনুভব করার জন্য দায়ী স্নায়ু পথের বৈদ্যুতিক কার্যকলাপের ভ্রমণ দেখেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।