বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে

ইউএসটিসিতে ওরিয়েন্টেশনে সুফি মিজান

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

ইউএসটিসির বিভিন্ন ফ্যাকাল্টি/বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল শনিবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, আইএএইচএসএর গভর্নিং বডির সদস্য ডা. শেখ মাহসিদ নুর, এ কে খান গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান এবং পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, রেলওয়ে চট্টগ্রামের মহাব্যবস্থাপক (পূর্ব) ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসাইন, চ বি ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য প্রমুখ। আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আজ তোমরা স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হয়েছ এজন্য ইউএসটিসির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে
সালাহউদ্দিন কাসেম খান বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান কারণ তোমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তার প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা প্রসার ও জাতীয় ঔষুধ নীতি প্রণয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি বলেন, সময় নষ্ট না করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার এটাই মোক্ষম সময়। সময়কে যথাযথ কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে যুবলীগের ফ্রি অক্সিজেন ও নেবুলাইজার সেবার উদ্বোধন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে খেলাঘর সম্মেলন পরিষদের সভা