বিশ্বের সবচেয়ে লম্বা জাতি খর্ব হচ্ছে

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে লম্বা জাতি, কিন্তু তারা খাটো হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। গত ১০০ বছর ধরে তাদের উচ্চতা বাড়লেও গবেষণায় দেখা গেছে, ২০০১ সালে জন্ম নেওয়া ওলন্দাজ পুরুষরা ১৯৮০-তে জন্ম নেওয়াদের চেয়ে এক সেন্টিমিটার খাটো। খবর বিডিনিউজের।
নারীদের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি, এক দশমিক চার সেন্টিমিটার। দেশটির ১৯৮০-র প্রজন্মই সম্ভবত সবচেয়ে লম্বা হয়েছিল, ওলন্দাজদের উচ্চতা বাড়তে বাড়তে ওই সময় অনেকটা বৃদ্ধি পেয়েছিল। ১৯৮০ সালে জন্ম নেওয়া নেদারল্যান্ডের পুরুষদের গড় উচ্চতা ছিল ১৮৩ দশমিক ৯ সেন্টিমিটার, তারা ১৯৩০ সালে জন্ম নেওয়াদের চেয়ে ৮ দশমিক ৩ সেন্টিমিটার বেশি লম্বা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫০
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত