বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফুকুশিমা বিপর্যয়ের প্রায় ১৫ বছর পর পারমাণবিক শক্তিতে ফেরার পথে বড় পদক্ষেপ নিয়েছে জাপান। আঞ্চলিক ভোটে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকিকারিওয়া পুনরায় চালুর অনুমোদন পেয়েছে। খবর বিডিনিউজের।

সোমবার থেকে চালু হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। জাপানের পারমাণবিক জ্বালানিতে ফেরার ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকিকারিওয়া বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর বন্ধ করে দেওয়া ৫৪টি চুল্লির একটি ছিল। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর থেকে বিশ্বের ভয়াবহতম পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত জাপানের ফুকুশিমা দাইইচি দুর্ঘটনার পর কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। বিপর্যয়ের পর থেকে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাপান তাদের ৩৩টি সচল চুল্লির মধ্যে এ পর্যন্ত ১৪টি পুনরায় চালু করেছে। তবে কাশিওয়াজাকিকারিওয়া হতে যাচ্ছে প্রথম কেন্দ্র, যেটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালনা করবে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও এই টেপকোই পরিচালনা করত। সোমবার নিইগাতা প্রশাসনিক অঞ্চলের অ্যাসেম্বলিতে গভর্নর হিদেয়ো হানাজুমির প্রতি আস্থা ভোট পাস হয়। হিদেয়ো গত মাসে কাশিওয়াজাকিকারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সমর্থন জানিয়েছিলেন। তার প্রতি আস্থা ভোটের ফলে কেন্দ্রটি চালু করায় আর কোনও বাধা রইল না।

পূর্ববর্তী নিবন্ধমস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
পরবর্তী নিবন্ধসৌদি আরবের বাদশা আবদুল আজিজ পদক পেলেন পাকিস্তানের সেনাপ্রধান