কয়েকদিন আগেও বিশ্বের উদীয়মান ফুটবলারের তালিকায় সবার ওপরে ছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। দারুণ পারফরম্যান্সের কারণে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।
কিন্তু নরওয়ের তারকা আর্লিং ব্রট হালান্ডের কাছে এবার হারতে হলো তাকে। ১৭০ মিলিয়ন ইউরো দাম নিয়ে বিশ্বের শীর্ষ ফুটবলার ছিলেন এমবাপ্পে। কিন্তু চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে উড়ন্ত ফর্মে থাকা হালান্ড টপকালেন তাকে। অবনতি হয়েছে এমবাপ্পের। তার বর্তমান মূল্য এখন ১৬০ মিলিয়ন ইউরো।
যেখানে শীর্ষে থাকা হালান্ডের দাম ধরা হয়েছে ১৭০ মিলিয়ন ইউরো। গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে মাত্র ৬০ মিলিয়ন ইউরোতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হালান্ড। ক্লাবটির হয়ে মাঠে নেমেই তিনি করেন বাজিমাত। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ গোল নিয়ে লিগের সর্বোচ্চ স্কোরার এখন নরওয়ের এই তরুণ।