মাত্র ১৬ বছর বয়সে অভিষেকের পর থেকে নিয়মিতই তাক লাগানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন লামিনে ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনা ও স্পেনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন তরুণ ফরোয়ার্ড। তাকে এবার উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন সেস ফাব্রেগাস। বার্সেলোনা ও স্পেনের সাবেক ফরোয়ার্ড মনে করেন, ফুটবল বিশ্বে সবচেয়ে প্রতিভাবান ফুটবলার এখন ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সে ফুটবল মাঠে যা কিছু করছেন স্প্যানিশ টিন–এজার, তা দেখে অভিভূত ইতালিয়ান ক্লাব কোমোর কোচ ফাব্রেগাস। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের খেলায় সৃষ্টিশীলতা খুঁজে পাওয়ার কথা বলেন তিনি। ‘আমি লামিনে ইয়ামালের কথা বলবৃ মাঠে যে প্রভাবটা সে রাখছে। আপনার যখন এমন প্রতিভা, এত উঁচু মান থাকবে, সেটি স্বাধীনভাবে কাজে লাগানো এবং মাঠে সে সেভাবে নিজেকে মেলে ধরে, তার সৃষ্টিশীলতার কারণে তা দেখা চমৎকার অভিজ্ঞতা।’ চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১১ ম্যাচে ৫টি করে গোল ও অ্যাসিস্ট ইয়ামালের। অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে স্প্যানিশ লা লিগার কনিষ্ঠতম গোলদাতা হন তিনি। পরে সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার রেকর্ডও গড়েন তিনি। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়ী আসরে টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি পান ইয়ামাল। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো জেতা ফাব্রেগাস তাই ১৭ বছর বয়সী ইয়ামালের মাঝে বড় কিছুর সম্ভাবনাই দেখেন। ‘আমি মনে করি, সে অন্যরকম প্রতিভা। সে এমন একজন যাকে নিজের মতো খেলতে ছেড়ে দিতে হবে। যখনই তাকে প্রেস করা হবে, সে পার্থক্য গড়ে দেবে। আর প্রেস না করলে সঠিক সমাধান খুঁজে নেবে। সেটা যাই হোক, খেলার চাহিদা অনুযায়ী সে পথ বের করে নেবে। ম্যাচের অবস্থা পড়তে পারার ক্ষমতা আছে তার এবং কী করতে হবে সে বোঝে। আমি মনে করি এটি বড় খেলোয়াড়, পরিপক্ব খেলোয়াড় হওয়ার লক্ষণ। তার ব্যাপারে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, দেখে মনে হয় সে যেন পাড়ার রাস্তায় খেলছে। সবকিছু খুব সহজ মনে হয় তার জন্য। মনের দিক থেকে সে মুক্ত।’ ইয়ামালের খেলার ধরনে অনেকেই মিল পান বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির। তিন মৌসুম আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে ফাব্রেগাসের মূল্যায়নও অভিন্ন। তবে ইয়ামাল ও মেসির তুলনায় সায় নেই তার। ‘আমি বুঝতে পারি (তুলনার বিষয়টা)। তবে আমি এটি পছন্দ করি না। কারণ প্রতিটা ফুটবলার আলাদা এবং আমাদের প্রত্যেকের নিজস্ব গল্প আছে। এখন লামিনের নিজের পথ অনুসরণ করে, নিজস্বতা তৈরি করা উচিৎ।