বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক, সিঙ্গাপুর

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছে নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর। ইকনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এ তথ্য মিলেছে বলে জানিয়েছে বিবিসি। এবারই প্রথম নিউ ইয়র্ক এ তালিকার শীর্ষে এল। গতবছর শীর্ষে থাকা তেল আবিব এবার তৃতীয় স্থানে নেমে গেছে। মোটের উপর চলতি বছর বিশ্বের বড় বড় শহরগুলোতে জীবনযাপনের খরচ গড়ে ৮ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে ইআইইউর জরিপ প্রতিবেদন। খবর বাংলানিউজের।

খরচ বৃদ্ধির পেছনে ইউক্রেইন যুদ্ধ এবং কোভিড১৯ মহামারীর কারণে সরবরাহ চেইনের ওপর পড়া প্রভাবকে দায়ী করা হচ্ছে। মূল্যস্ফীতি সবচেয়ে বেড়েছে ইস্তাম্বুলে, এখানে পণ্যের দাম বেড়েছে ৮৬ শতাংশ, এরপর আছে বুয়েনস আইরিস ৬৪ শতাংশ এবং তেহরানে ৫৭ শতাংশ।যুক্তরাষ্ট্রের চড়া মূল্যস্ফীতিও নিউ ইয়র্কের ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে উঠে আসার অন্যতম কারণ। আর এ কারণেই ইআইইউর এ বছরের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ দশে লস এঞ্জেলস ও সান ফ্রান্সিকোও জায়গা করে নিয়েছে।

ডলার শক্তিশালী হওয়াও ব্যয়বহুল শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেখার আরেকটি কারণ। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ যথাক্রমে ৮৮ ও ৭০ ঘর টপকে তালিকার ৩৭ ও ৭৩এ স্থান করে নিয়েছে। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞার ফলাফলও শহরদুটির উপরে ওঠার পেছনে ভূমিকা রেখেছে।ইআইইউর এই জরিপে ১৭৩টি শহরের পণ্য ও সেবার দাম মার্কিন ডলারে কত, তার তুলনা করা হলেও এ বছরের পর্যালোচনায় কিইভকে রাখা হয়নি। গবেষণাটির নেতৃত্বে থাকা উপসানা দত্ত বলেছেন, ইউক্রেইনে যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চীনের ‘শূন্য কোভিড নীতি’ সরবরাহচেইনে সমস্যা সৃষ্টি করছে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত
পরবর্তী নিবন্ধভারতে বেকারত্বের হার ৩ মাসে সর্বোচ্চ