বিশ্বের বৃহত্তম নীল হীরা বিক্রি হল প্রায় ৫০০ কোটি টাকায়

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

দ্যা ডি বিয়ার্স কুল্লিনান ব্লু, পৃথিবীতে নিলামে ওঠা এ যাবৎকালের সবচেয়ে বড় হীরা। সম্প্রতি হংকংয়ে নিলামে বিক্রি হওয়া এই মূল্যবান পাথরটির দাম উঠেছে ৫৭.৫ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯৬ কোটি টাকারও বেশি।
১৫.১০ ক্যারেটের হীরাটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল হয়েছিল প্রায় ৪১৫ কোটি টাকা। কিন্তু নিলামে উঠতেই এই রত্ন ঘিরে শুরু হয় টানাটানি। আট মিনিট ধরে নিলাম চলার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টেলিফোনের মাধ্যমে সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেন হীরাটি। ২০২১ সালে আফ্রিকার কুল্লিনান খনিতে পাওয়া গিয়েছিল হীরাটি। এর গুণমান বিচারকারী সংস্থা জেমোলজিকাল ইনস্টিটিউট অব আমেরিকা রং ও গঠনের উপর ভিত্তি করে হিরেটিকে ‘অতি বিরল’ ‘ফ্যান্সি ভিভিড ব্লু’ হীরা বলে চিহ্নিত করে। যত হীরা সংস্থাটি পরীক্ষা করে তার মধ্যে কেবল ১ শতাংশ হীরা এই তকমা পায় বলে জানা যায়। নিলামকারী সংস্থার দাবি, এ যাবৎ এই ধরনের যত হীরা তারা নিলাম করেছে তার মধ্যে শুধু ৫টি ১০ ক্যারাটের বেশি ছিল। কিন্তু ১৫ ক্যারাটের বেশি ওজনের নীল হীরা এই প্রথম।

এই মূল্যবান পাথরটির নামে ‘ডি বিয়ার্স’ অংশটি এসেছে উত্তোলক সংস্থা ডি বিয়ার্সের থেকে। হীরাটি কাটা ও পালিশ করার দায়িত্ব ডায়াকোর নামক অপর একটি সংস্থার সঙ্গে যৌথভাবে পালন করেছে ডি বিয়ার্স। এটি কাটা হয়েছে স্টেপ কাট শৈলীতে। সাধারণত সাদা হীরা এই পদ্ধতিতে কাটা হয়।

পূর্ববর্তী নিবন্ধসেহেরীর পর কলেজছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমোবাইলে আনলিমিটেড ডেটা প্যাক, মেয়াদ ১ বছর