পদ্মা সেতু হয়েই গেল
বিশ্বের বিস্ময়
আরো একবার ষড়যন্ত্রের
কঠিন পরাজয়।
দাবায়া রাখতে পারবানা
বলেছে জাতির পিতা
সেই থেকে ঠিক ললাটে বেঁধেছি
স্বপ্ন রঙিন ফিতা।
সেই থেকে এই পথচলা শুরু
করিনি তো আর ভয়
পদ্মা সেতু হয়েই গেল
বিশ্বের বিস্ময়।
বঙ্গবন্ধু শিখিয়ে গেছে
কঠিন শপথ নিতে
শিখিয়ে গেছে দেশের জন্য
বুকের রক্ত দিতে।
ষড়যন্ত্রের বাস্তবায়ন
এই দেশে আর নয়
পদ্মা সেতু হয়েই গেল
বিশ্বের বিস্ময় !