বিশ্বের গণমাধ্যমে যেভাবে উঠে এলো হামলার ঘটনা

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, বিশ্বের বেশিরভাগ গণমাধ্যমে পাকিস্তানে ভারতের হামলাকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসাবে বর্ণনা করা হয়েছে। ভারতপাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনা উঠে এসেছে বহু মার্কিন এবং ব্রিটিশ পত্রিকায়। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, ‘ভারতপাকিস্তান সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে।’ খবরে ভারত কোথায় কোথায় হামলা চালিয়েছে এবং কি কি অস্ত্র দিয়ে হামলা করেছে উঠে এসেছে সে বর্ণনা। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ শিরোনাম করেছে: ‘কাশ্মীরে হামলার পর পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা শুরু’। এই অভিযান ভারতপাকিস্তান সংঘাতের তীব্রতা আরও বাড়াল বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে ‘ভারত বনাম পাকিস্তানের লড়াইকে’ যুক্তরাষ্ট্র বনাম চীনের লড়াইও বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে ভারতের সামরিক সহায়তা পাওয়া এবং চীন থেকে পাকিস্তানের সমর্থন বিশ্বে মিত্রতার ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনেরই ইঙ্গিত দেয় এবং তা সংঘাত উস্কে ওঠার আরেকটি সম্ভাব্য ক্ষেত্র।

দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা বিভিন্ন বিশ্লেষকদের সতর্কবার্তা তুলে ধরে ভারতপাকিস্তান সংঘাত আরও বাড়ার ঝুঁকির কথা বর্ণনা করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৫২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅপারেশন সিঁদুর কেন