রাজনীতিবীদ ও সমাজসেবক ফজলুল কাদের চৌধুরী আদর বলেছেন, পলাশীর যুদ্ধ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ষড়যন্ত্রকারী ও বিশ্বাস ঘাতকরা যুগে যুগে ছিল, বর্তমানেও আছে। তাদের চক্রান্ত মোকাবিলা করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে যুব সমাজ ও ত্যাগী নেতাদের এগিয়ে আসতে হবে। মীরসরাই ইতিহাস ঐতিহ্য সরক্ষণ পরিষদ আয়োজিত পলাশী দিবস ও নবাব সিরাজ–উদ–দৌলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে ফজলুল কাদের চৌধুরী আদর উপরোক্ত কথাগুলো বলেন।
কবি ও শিক্ষক মজহারুল হকের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, লেখক, অধ্যাপক ডা. মো. জামসেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার আক্তারুজ্জমান চৌধুরী সেলিম। কবি ও শিক্ষক হোসাইন সবুজের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন লেখক ও গবেষক সাইফুল হক সিরাজী। উপস্থিত ছিলেন কবি সাইফুদ্দিন মীর শাহীন, সঙ্গীত শিল্পী মহিবুল আরিফ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার সম্পাদক আবু জাফর, বেজা কর্মকর্তা ইঞ্জিনিয়ার এস.এম ফরহাদ হোসেন, প্রজন্ম মীরসরাইয়ের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সমাজকর্মী জামসেদ আলম, সাইফুল কবির তানসেন, আবুল হোসেন ভাসানী। পরে ডা. জামসেদ আলম তাঁর লিখিত বই প্রধান অতিথিকে প্রধান করেন।