গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক গত ২৭ সেপ্টেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের সভাপতি অর্চনা রাণী ভঞ্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গীমাসের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক শিবু প্রসাদ দত্ত। উদ্বোধক ছিলেন উপদেষ্টা স্বপ্না চক্রবর্ত্তী। মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন নির্মল কান্তি দেব। প্রধান বক্তা ছিলেন সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সৌমেন দেবনাথ ও জয়নাথ সরকার। শপথবাক্য পাঠ করান অধ্যাপক কৃষ্ণা দাশ। অতিথি ছিলেন রনজিৎ কর, আর.কে জুয়েল, শ্যামল বৈদ্য, অনুপমা বিশ্বাস চৌধুরী। শুরুতে গীতাপাঠ করেন শ্রেয়সী বিশ্বাস ও কোয়েল দাশ। অনুষ্ঠানে অসচ্ছল মহিলাদের বস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, সমাজকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অনস্বীকার্য। বিশ্বায়নের যুগে নারী–পুরুষে বিভেদ–বৈষম্যের কোন সুযোগ নেই। সভ্যতার উন্নয়নে নারী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।