যুদ্ধবিদ্ধস্ত পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শচর্চা জরুরি বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে চসিক বৌদ্ধ পেশাজীবী পরিষদের উদ্যোগে কে বি আবদুচ ছত্তার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র আরো বলেন,এবারের চসিক পেশাজীবীদের আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উৎসবের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করব আমি। যুদ্ধবিদ্ধস্ত পৃথিবীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শচর্চা জরুরি। আসুন ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, এম বোধিপ্রিয় মহাথেরো, জয়সেন বড়ুয়া, জিতুপ্রিয় বড়ুয়া, বিভাষ বড়ুয়া, রিপন বড়ুয়া, নুরুল আলম। মেয়র প্রধান অতিথি হিসেবে ৪ জুন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আন্দরকিল্লাস্থ চসিক কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা এবং ১০ জুন দিনব্যাপী বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবে অংশ নিবেন। প্রেস বিজ্ঞপ্তি।