বিশ্বরেকর্ডধারীকে ছাড়িয়ে সাঁতারে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের জ্যাকোবি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

হিটে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন তাতিয়ানা শুনমাকের। লিডিয়া জ্যাকোবি সেখানে ছিলেন দ্বিতীয়। পদকের লড়াইয়ে ছিলেন বিশ্বরেকর্ডধারী সাঁতারুও। কিন্তু চমক উপহার দিয়ে টোকিও অলিম্পিকসের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের জ্যাকোবিই। মঙ্গলবার ১ মিনিট ০৪ দশমিক ৯৫ সেকেন্ড টাইমিং করে সোনা জেতেন জ্যাকোবি। ১৭ বছর বয়সী এই সাঁতারু হিটে সময় নিয়েছিলেন ১ মিনিট ০৫ দশমিক ৫২ সেকেন্ডে। দক্ষিণ আফ্রিকার শুনমাকের ১ মিনিট ০৫ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। হিটে তার টাইমিং ছিল ১ মিনিট ০৪ দশমিক ৮২ সেকেন্ড। ১ মিনিট ০৫ দশমিক ৫৪ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনা ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের লিলি কিং। এই ইভেন্টের বিশ্বরেকর্ড তার। যা তিনি গড়েছিলেন ২০১৭ সালে বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপসে, ১ মিনিট ০৪ দশমিক ১৩ সেকেন্ডে সাঁতার শেষ করে। এ জয়ে দারুণ এক কীর্তিও গড়েন জ্যাকোবি। আলাস্কা থেকে উঠে আসা প্রথম সাঁতারু হিসেবে সোনা জিতেন এই তরুণী।

পূর্ববর্তী নিবন্ধএবার অলিম্পিক রেকর্ড কেলি ম্যাককিউয়েনের
পরবর্তী নিবন্ধঅলিম্পিকের পদক তালিকা