বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। ৪৭০ শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতালের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী এপ্রিলে এর যাত্রা শুরু হচ্ছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) নীলেশ গুপ্ত। দেশ-বিদেশের স্বনামধন্য চিকিৎসকরা এই হাসপাতালে সেবা দেবেন জানিয়ে তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্বাস্থ্যসেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রফেশনালসকে সঙ্গে নিয়ে এ হাসপাতাল সব স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে। শহরের সন্নিকটে অনন্যা আবাসিক এলাকায় ১৮ তলার দৃষ্টিনন্দন ভবনে গড়ে তোলা হয়েছে হাসপাতালটি। ২৪/৭ জরুরি বিভাগ। সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ সহকারে এটি চট্টগ্রামের অন্যতম মাল্টি ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল হতে যাচ্ছে বলে মনে করেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পরিচালক (অপারেশন) ডা. দীপজ্যোতি দাশ। তিনি বলেন, এখানে রোগ নিরুপণের জন্য থাকছে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির সব ধরনের মেডিকেল সরঞ্জাম।
হৃদরোগীদের উন্নত চিকিৎসায় রয়েছে দুটি ক্যাথল্যাব। আইসিইউর পাশাপাশি সাধারণ শয্যাতেও রয়েছে সেন্ট্রাল অঙিজেন সুবিধা। আরেকটি বিশেষত্ব হলো, পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্ত সংগ্রহের পর তা নিয়ে একটি বিশেষ যন্ত্রে প্রবেশ করিয়ে দিলেই সেটি সরাসরি পৌঁছে যাবে ল্যাবে। স্যাম্পল নিয়ে ছুটোছুটির প্রয়োজন পড়বে না। কেবিনে ভর্তি থাকা রোগীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। কেবিনে লাগানো ট্রেনের শিকলের আদলে একটি চেইন টান দিলেই পৌঁছে যাবেন নার্সরা। ডাকাডাকির প্রয়োজন পড়বে না। হাসপাতালে থাকছে ক্যান্টিন সুবিধাও। যেখানে হাসপাতালের বাবুর্চি দ্বারা রান্না করা খাবার কিনে খাওয়ার সুযোগ পাবেন রোগীর স্বজনরা। এছাড়া আরো নানা সুযোগ-সুবিধার পাশাপাশি নতুন বিশেষত্ব নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এ হাসপাতাল।
চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ হাসপাতালের লক্ষ্য বলে জানালেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (জিএম) ফজলে-ই-আকবর চৌধুরী। তিনি বলেন, এ হাসপাতাল চালু হলে চট্টগ্রামের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে ছুটতে হবে না। এখানেই বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতাল এভারকেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। বিশ্বের বেশ কয়েকটি দেশে ২৯টি হাসপাতাল, ১৬টি ক্লিনিক এবং ৭০-এর বেশি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে কার্যক্রম পরিচালনা করছে এভারকেয়ার গ্রুপ। চট্টগ্রামের হাসপাতালটি বাংলাদেশে এভারকেয়ার গ্রুপের ২য় হাসপাতাল। প্রথমটি রাজধানী ঢাকায়। ২০১৪ সালে চট্টগ্রামের এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনের পর তুলনামূলক কম খরচে এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।












