হযরত গাউছুল আজম (রা.) স্মরণে গতকাল শুক্রবার বাদে মাগরিব মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১৭৪নং বিশ্বব্যাংক কলোনি শাখার উদ্যোগে নগরীর বিশ্বব্যাংক কলোনি সেভেন মার্কেট সম্মুখস্থ ময়দানে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শওকত ইমরান, মুহাম্মদ শহীদুল্লাহ, রফিক আহমেদ সেলিম, মোঃ কামাল হোসেন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, সমাজের উশৃঙ্খল যুবকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান নয়, বরং গভীর মমতায় কাছে টেনে তরিক্বতের দীক্ষায় নূরে মুহাম্মদী (দঃ)’র রওশনে ব্যক্তিচরিত্রের সংশোধনে তাদের জীবন হবে পরিশীলিত, তারা ধাবিত হবে সত্য ও কল্যাণের দিকে, যার মাধ্যমে ফিরে আসবে পারিবারিক স্বস্তি, প্রতিষ্ঠা পাবে সামাজিক শান্তি ও শৃঙ্খলা – আর এ দর্শনে অগণিত বিপথগামীদের আলোর পথে ফিরিয়ে এনে সামাজিক শান্তির এক কার্যকর ফর্মূলা দিয়ে গেছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা কালজয়ী আধ্যাত্মিক মনীষী খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। আলোকিত সমাজ প্রতিষ্ঠায় যা যুগ যুগ ধরে দেশ ও জাতির সামনে এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিশেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।