বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:৩২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, আমরা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ভেঙে পড়েছে। তাই আগের মতোই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। যদি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয় তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনিবার্য অনুষঙ্গ
পরবর্তী নিবন্ধপশ্চিম কুয়াইশে অছি মিয়া মিস্ত্রি সড়ক উদ্বোধন