বিশ্ববিদ্যালয় খোলা যাবে ২৭ সেপ্টেম্বরের পর

নির্দেশনা না মানলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে : মন্ত্রী

আজাদী ডেস্ক | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

আগামী ২৭ সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলেই বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে। টিকার নিবন্ধন সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের
মেডিকেল সেন্টারেই শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের পর অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে আবাসিক হলও খুলে দিতে পারবে। খবর বিডিনিউজের।
বৈঠকে থাকা ইউজিসির সদস্য দিল আফরোজ বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকার নিবন্ধন শেষ করতে বলা হয়েছে বৈঠকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাই, তাদের জন্মনিবন্ধন নম্বর ইউজিসিতে পাঠাতে হবে। এটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এরপরে সুরক্ষা অ্যাপে জন্মনিবন্ধন নম্বর দিয়ে টিকার জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে।
নিবন্ধনের বিশেষ ব্যবস্থা : শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি নেই, তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবলিংকে প্রবেশ করে জন্মসনদ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করবেন। শিক্ষার্থী হিসেবে নিবন্ধন সম্পন্ন করার পর তাদের সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইউজিসির এই লিংক সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও শিক্ষার্থী নিবন্ধন লিংক পাওয়া যাবে। ইউজিসি বৃহস্পতিবার এ লিংকটি প্রকাশ করবে। যদি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে হয়, সেক্ষেত্রেও তিনি জন্মসনদ ব্যবহার করে শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন। যাদের জন্মসনদ নেই, তারা আগে জন্মসনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করবেন। শিক্ষার্থী নিবন্ধনের পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে।
নির্দেশনা না মানলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে : করোনা পরিস্থিতি মোকাবিলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় নির্দেশনা ধারাবাহিকভাবে না মানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রাজধানীর ইডেন কলেজে ভবন উদ্বোধন ও মৎস্য পোনা অবমুক্তকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে
পরবর্তী নিবন্ধলাগাম টানবে কে