বিশ্ববিদ্যালয়ে না পড়েও একজন আলেমের বিজ্ঞান চর্চা বিস্ময়কর

আলা হজরত কনফারেন্সে বক্তারা

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (.) ছিলেন জ্ঞানবিজ্ঞানের এক বিস্ময়কর প্রতিভা। তিনি শিক্ষা জীবন শুরু ও শেষ করেছেন মাদ্রাসায়। সাধারণ শিক্ষা নিয়ে তাঁর ছিলনা লেখাপড়া। এরপরও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় গণিত, ক্রিকোণমিতি, জ্যামিতি, পদার্থ, চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানসহ জ্যোতিষশাস্ত্রে আলা হজরতের লেখনি ও বিজ্ঞানের তৎকালিন পণ্ডিত ও গবেষকদের কাছে জটিল ও কঠিন বিষয়ের সমাধানের মত ঘটনা বিস্ময়ের উদ্রেক করে।

গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে আলা হজরত ফাউন্ডেশন আয়োজিত আলা হজরত কনফারেন্সে বক্তারা এ কথাগুলো বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, প্রফেসর ড. নূ... আকবর হোসেন, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান ফরিদ, মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আবদুর রহিম, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, আল্লামা ওমাইর রিজভী প্রমুখ। ফাউন্ডেশনের যুগ্ম সচিব এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী। উপস্থিত ছিলেন, অধ্যাপক ওসমান গণী, মোহাম্মদ মোজাফ্‌ফর, শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, মাওলানা ইয়াসিন হায়দরী, আ ব খোরশিদ আলম খান, মাওলানা ইলয়াস তৈয়বী, মাওলানা আবদুল গফুর, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ৫ দিন পর না ফেরার দেশে কিশোর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুই জনের বিরুদ্ধে প্রতারণার মামলা, তদন্তে সিআইডি