চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) ও সিইউসিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে গত ২২ আগস্ট সিবিইউএফটি হল রুমে ‘জবপবহঃ পযধহমবং রহ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়সসবৎপরধষ ঞবৎসং ধহফ ঞৎধফব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় অবদান রাখতেই হবে। তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ব রয়েছে। বাংলাদেশ গবেষণার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে। প্রাক্তনরা বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর। তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।সম্মানিত অতিথি ও সিইউসিবিএ’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম উদ্বোধনী বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের শিক্ষার্থী ও প্রাক্তনদের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে এবং বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে পেশাগত সফলতা অর্জনে সহায়ক হবে। সভাপতিত্ব করেন সিইউসিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এবিএম শিহাব উদ্দিন। তিনি বলেন, সিইউসিবিএ অ্যালামনাই শুধু প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্ক নয়, বরং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সহপাঠী, জুনিয়র এবং ভবিষ্যত প্রজন্মকে আন্তর্জাতিক মানে প্রস্তুত করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো,সিইউসিবিএ অ্যালামনাইকে জাতীয় ও বৈশ্বিক বাণিজ্য অঙ্গনে আরও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্যাংকার মো. রফিকুল ইসলাম। প্রশিক্ষণের মূল্যায়ন করেন সাবেক সভাপতি মো. ইউছুফ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন বিপ্লব চক্রবর্তী ও আলমগীর মোহাম্মদ কাউসার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয়দ্বীপ দত্ত এবং দীপেশ বড়ুয়া।
উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জাবেদ হোসেন, প্রকৌশলী জাহিদ আল মামুন, সহসভাপতি মো. মাহবুবুর রহমান, ইমাম হোসেন রিকু, মো. মিজানুর রহমান, নাইমুস সালেহীন, মো. এরফান, সালেকা সুলতানা রুপা, প্রবাল দত্ত, মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।