ইরানে মার্কিন হামলার ঘটনায় সোমবার এশিয়ার বাজার খোলামাত্রই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্রিস্টোল এনার্জির প্রধান নির্বাহী ক্যারোল নাখলে বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই হামলা সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এবং অনেকেই মনে করছেন এতে পরিস্থিতি আরও খারাপ হবে।’ তিনি বলেন, ‘এই আতঙ্কই তেলের দামে অতিরিক্ত ভূ–রাজনৈতিক প্রিমিয়াম যোগ করবে। সেই প্রিমিয়াম কত হবে তা কেউ জানে না। তবে সাধারণত ভয় যত বেশি হয়, দামও তত বেশি বাড়ে।’
গত শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি ৭৭.০১ ডলারে লেনদেন শেষ হয়। এই জ্বালানির দাম গত এক মাসে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই দাম গত বছরের একই সময়ের তুলনায় এখনো কম।
বিবিসি লিখেছে, তেলের দাম বাড়লে কেবল গাড়িতে তেল ভরার খরচই বাড়ে না, সুপারমার্কেটের খাদ্যপণ্যের দামেও প্রভাব ফেলে।