বিশ্বতানের কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘যুক্ত করো হে সবার সঙ্গে বিশ্বতান’ শিরোনামে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ডা. জি এম সামসুদ্দিন অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সারেগামা–খ্যাত শিল্পী শুভ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন আরিফ আহমেদ, আবদুল হান্নান চৌধুরী, ওবায়দুল হক মনি, সাইদুর রহমান মিন্টু, বাহার ইকবাল, সবুজ সাহা, ফরিদুল আলম ফরিদ, প্রণব রঞ্জন চক্রবর্তী, ওবায়দুল হক মনি, মীরা দাশ, শিবলু কুমার দাশ, শান্তনু মিত্র, দেবাশীষ রুদ্র, তাপস কুমার আচার্য, শাহিদ এমরান সিশু, জিসান, অশোক প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানর পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পিতা আচার্য্য ও কনক বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।