বিশ্বজুড়ে ভেনেজুয়েলার নোবেলজয়ী নেত্রী মাচাদোর সমর্থকদের সমাবেশ

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১২:৫৩ অপরাহ্ণ

স্পেনের মাদ্রিদ, নেদারল্যান্ডসের উতরেখ্‌ট, আর্জেন্টিনার বুয়েনস আইরিস, পেরুর লিমা, অস্ট্রেলিয়ার ব্রিজবেনসহ বিশ্বের একাধিক শহরে শনিবার সমাবেশ করেছেন ভেনেজুয়েলার ৫৮ বছর বয়সী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সমর্থকরা। দক্ষিণ আমেরিকার দেশটির গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিতে তার নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। খবর বিডিনিউজের।

বুধবার নরওয়েতে নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা, তার আগে শনিবার বিশ্বের একাধিক দেশে মাচাদোর সমর্থকরা সমাবেশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। পেরুর রাজধানী লিমায় জড়ো হওয়া সমর্থকরা মাচাদোর প্রতিকৃতি নিয়ে উপস্থিত হন এবং মুক্ত ভেনেজুয়েলার দাবি তোলেন। এদেরই একজন ভেরোনিকা দুরান, ৪১ বছর বয়সী এ ভেনেজুয়েলার নাগরিক ৮ বছর ধরে লিমায় থাকছেন। তার মতে, মাচাদোর নোবেল পুরস্কারজয় উদ্‌যাপিত হওয়া উচিত কারণ এটি ভেনেজুয়েলার সবার, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রাণ হারিয়েছেন বা রাজনৈতিক বন্দি হয়েছেন তাদের প্রতিনিধিত্ব করে।

পূর্ববর্তী নিবন্ধভারতের গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধজাপানি বিমানের দিকে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছিল চীনা জেট