বছরজুড়ে ত্রাস সৃষ্টি করা করোনাভাইরাসের আতঙ্ক নিয়েই এসেছে নতুন আরেকটি বছর। তাই প্রতিবারের মতো এবারের বর্ষবরণের উৎসব নেই কোনও উদ্দীপনা-হৈ হুল্লোড় কিংবা বর্নিল আতশবাজি দেখতে মানুষের ভিড়। তবুও মহামারীতে নানা দুর্ভোগের বছর ২০২০-কে বিদায় জানাতে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই স্বল্প পরিসরে, অনেকটাই নীরবে-নিভৃতে হলেও বিশ্বজুড়ে মানুষ স্বাগত জানাচ্ছে ২০২১ সালকে। বিশ্বের বহু দেশই করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তাই বিভিন্ন দেশের বড় বড় শহর-নগরীগুলোতে নববর্ষ উদযাপনের এই সময়ে জারি রয়েছে কঠোর সব বিধিনিষেধ।
বিভিন্ন নগরীতে বাতিল করা হয়েছে আতশবাজি প্রদর্শনী, লোক সমাগম। করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরন নিয়ে উদ্বেগে থাকা ইউরোপে নববর্ষ উদ্যাপনে নেই কোনও উদ্দীপনা। নতুন বছর বরণের কোনও পার্টি যাতে না হয় সেজন্য ফ্রান্স মোতায়েন করেছে ১ লাখ পুলিশ, জারি করেছে রাত্রিকালীন কারফিউ। করোনাভাইরাস একটি বছরেই বিশ্বজুড়ে কেড়ে নিয়েছে ১৮ লাখের বেশি মানুষের প্রাণ। ভাইরাস শনাক্ত হয়েছে ৮ কোটি ১০ লাখেরও বেশি মানুষের।
বিশ্বে প্রথম নতুন বছরকে স্বাগত জানানো দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া। সেখানে প্রতিবছরই সিডনি নগরীর বিখ্যাত অপেরা হাউসে কাউন্টডাউন করে যে আতশবাজির আয়োজন করা হয় তা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। কিন্তু এ বছর সিডনিতে নববর্ষ উদযাপনে আতশবাজি হলেও তা দেখতে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। মানুষজনকে আতশবাজি দেখতে বলা হয় ঘরে বসে। সিডনি হারবার ব্রিজে আয়োজন করা হয় মাত্র ৭ মিনিটের আতশবাজি প্রদর্শনী।
চীনে রাজধানী বেইজিংয়ে নববষের্র লাইটশো’ বাতিল করা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন নগরীতে নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। বেইজিংয়ের পর্যটন এলাকা ইয়ংহে লামা টেম্পলেও দর্শণার্থীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকেই। অনেক চীনা পর্যটকই ঘরে থাকছেন। জাপানে মহামারী আর তুষারপাতের দ্বৈত সংকটের কারণে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবার লোকজনকে নতুন বছর নীরবেই পালন করা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতে নতুন বছর বরণের উৎসবে বড় ধরনের জমায়েত ঠেকাতে রাজধানী দিল্লি এবং অন্যান্য বেশ কিছু নগরীতে রাত্রিকালীন কারফিউসহ অন্যান্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কড়া লকডাউন এবং সীমান্ত বন্ধ করে দিয়ে দেশটি করোনাভাইরাস সংক্রমণ একরকম দূর করতে সক্ষম হয়েছে। তাই দেশটির অকল্যান্ডে বরাবরের মতোই এবারও হচ্ছে আতশবাজি।












