বিশ্বজুড়ে রয়েছে কারিগরী শিক্ষার চাহিদা

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সনদ বিতরণীতে বক্তারা

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

সমাজে পাড়া মহল্লায় পিছিয়ে পড়া কর্মহীন নারীদের কর্ম উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষায় ঝরে পড়া নারীরাই হলো প্রাইজ প্রকল্পের উপকারভোগী। চট্টগ্রামের ৪টি থানায় ধরে ইউনিসেফ ব্র্যাকের সহায়তায় পরিচালিত প্রাইজ প্রকল্পের কিশোরীও তরুণীদের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে নগরীর থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়াম হলে গত ২৬ ডিসেম্বর আয়োজিত এ সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম আবদুর রহমান, ব্র্যাকের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো: নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক দীপক কুমার অধিকারী। সংস্থার পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (এসডিপি) আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি প্রাইজ প্রকল্পের শিক্ষার্থীরা তাদের পরিবেশিত নাচ গানের মাধ্যমে মুখর করে। দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় সনদ বিতরণ অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রাইজ প্রকল্প ফোকাল পারসনমো: মুনজিলুর রহমান। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিমিয় মূলক বক্তব্য রাখেন এমসিপি মো: মিজানুর রহমান, রাসেল আহমেদ, প্রাইজ প্রকল্পের শিক্ষার্থী সামিয়া আক্তার, তানজু আক্তারজেএসইউএস পিও শান্তা মল্লিক। এয়াড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী ফাহমিনা মুস্তাফা, পিএস নাসরিন সুলতানা, পিও রুম্পা দাস গুপ্তা, পিওদীপিকা দাস গুপ্তা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধহাটহাজারীর গড়দুয়ারায় বিএনপির লিফলেট বিতরণ