বিশ্বকে নয়, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে

ওয়ার্ল্ড লায়ন্স সাার্ভিস ডে’র সভায় এম এ মালেক

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক ও সাবেক লায়ন্স জেলা গভর্নর এম এ মালেক বলেছেন, আমরা সব সময় বলি-উই ওয়ান্ট টু চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড। আমরা বিশ্বকে পরিবর্তন করতে চাই। কিন্তু নিজে পরিবর্তন হই না। আসলে পরিবর্তনটা আমাকে দিয়ে শুরু করতে হবে। আমি যখন দেখি, আমি ভুল কাজ করছি, অনৈতিক ও অসামাজিক কাজ করছি, সেই সকল কাজ থেকে যখন সরে আসবো তখন সেটা পরিবার পরিজন শিক্ষা নেবে। এরপর সমাজ কিংবা দেশের মানুষ শিক্ষা নেবে। আমাকে দিয়েই শুদ্ধি অভিযানটা শুরু করতে হবে। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই অন্যরা ভালো হোক, আমার যেটা করার সেটা করে যাবো।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর খুলশী জাকির হোসেন রোডের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ‘ওয়ার্ল্ড লায়ন্স সাার্ভিস ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে কেক কেটে ‘ওয়ার্ল্ড লায়ন্স সাার্ভিস ডে’ উদযাপন করা হয়। তিনি আরো বলেন, আমি নিজেকেই যদি শুধরাতে না পারি তাহলে অন্যকে কিভাবে শুধরাবো। আমাকে নিজে দিয়ে প্রমাণ করতে হবে, আমি ভালো কাজ করছি, আপনিও ভালো কাজ করুন। আমাকে ভালো কাজ করতে না দেখলে আমার ছেলে কিভাবে ভালো কাজ করবে। আমি তো তার কাছে একটি প্রতীক স্বরূপ। আমরা খুব বড় বড় কাজ করবো না। আমাদের আশপাশে যারা আছেন, তাদের জন্য ছোট ছোট কাজগুলো করবো। বর্তমান বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে লায়নিজম হয় না। বিশ্বের এমন কোনো মূহুর্ত নেই, যেখানে লায়নদের সেবার হাত প্রসারিত হচ্ছে না। এই অক্টোবর মাসে প্রতিটি ক্লাব বিভিন্নভাবে সেবা দিচ্ছে।
এম এ মালেক বলেন, ‘ওয়ার্ল্ড লায়ন্স সাার্ভিস ডে’ এর দিনটা প্রতীকি দিবস। ১৯১৭ সালের ৮ অক্টোবর আমেরিকার সানফ্রান্সিসকোতে প্রথম কনভেনশন হয়েছিল, সেই দিনটাকে সার্ভিস ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইদিনে আমরা অতীত গৌরব তুলে ধরতে পারি। আপনারা জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছুদিন আগে একটা ফিগার দিয়েছে, প্রতিদিন বিশ্বে অভুক্ত অবস্থায় ১১ জন শিশু না খেয়ে মারা যাচ্ছে। আবার ওইদিকে মাত্র ৬ ঘণ্টা ফেসবুক ও ওয়াটসঅ্যাপ বন্ধ থাকায় কত হাজার কোটি টাকা লোকসান হয়ে গেছে। একদিকে হাজার কোটি টাকার লোকসান আর অন্যদিকে এক টাকার জন্য একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমাদের আশপাশে যারা আছেন, তাদেরকে আমাদের সমান না হোক, অন্তত উপরের দিকে যেন নিয়ে যেতে পারি। আমরা লায়নরা যেন সেবা করি।
তিনি আরো বলেন, গ্রামে গিয়ে একজন কৃষককে যখন আপনি একটি লুঙ্গি কিংবা গেঞ্জি দেবেন তখন তার মতো খুশি আপনি আর কারো মধ্যে দেখবেন না। আমেরিকাতে আপনি কোনো ব্যক্তিকে মার্সিডিজ বেঞ্জ কিনে দিলেও কিন্তু সে অত খুশি হবে না। কারণ ওটা অলরেডি তার কাছে আছে। কিন্তু এখানে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন দুর্বল অবস্থায় আছি, এখানে একটু কিছু দিলে লোকজন খুশি হয়। আরেকটা বিষয় আমরা বলি-আমাদের পার ক্যাপিটাল ইনকাম (মাথাপিছু আয়) এত এত হাজার ডলার। আপনি একজন শিল্পপতির সাথে যখন একজন কুলিকে হিসেব করে যদি দুই দিয়ে ভাগ করেন, তখন কুলির আয় হিসেব করে দেখুন। আসলে এটা আমাদের ঠকানোর একটা উপায় বলে আমি মনে করি।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, সারা বিশ্বের মতো আমরা অক্টোবরে মাসে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকের দিনে প্রায় চারটা অনুষ্ঠান হয়েছে। আজকের দিনটা আমরা উদযাপন করছি বিশেষ দিন হিসেবে। এছাড়া বছরব্যাপী আমাকে কার্যক্রম তো রয়েছেই।
সাবেক লায়ন জেলা গভর্নর রুপম কিশোর বড়ুয়া বলেন, আমরা সবাই সেবা করি। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না। তার হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেন, এটাও একটা ভালো কাজ। আমরা যারা লায়নিজম করি, আমাদেরকে আগে নিজের ব্যক্তিগত চাকরি, ব্যবসা ও পরিবার ঠিক রাখতে হবে। সব কিছু বাদ দিয়ে শুধু লায়নিজম করবেন না, আপনি পয়সা ইনকাম করলে দিতে পারবেন। চাকরি করলে আগে চাকরিটা ঠিক মতো করবেন। উদ্বৃত্ত না থাকলে তো দিতে পারবেন না।
সাবেক লায়ন জেলা গভর্নর কামরুন মালেক বলেন, যারা কাজ করবে সে রকম লোককে যদি আপানারা দায়িত্ব দেন তাহলে আমাদের ডিস্ট্রিক্টের মান অনেক উপরে উঠে যাবে। মানুষকে সেবা দেয়ার জন্যই আমরা লায়নিজম করি।
লিও আঁখি মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ‘ওয়ার্ল্ড লায়ন্স সাার্ভিস ডে-২০২১-২০২২ কমিটির চেয়ারম্যান লায়ন আরিফ আহমেদ, সমাপনী বক্তব্য দেন, কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন জাহানারা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন জি কে লালা, লায়ন নুরুল আলম, লায়ন এস জোহা চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন শওকত ইসলাম, লায়ন তারেক কামাল, লায়ন জাহিদুল ইসলাম, লায়ন এসকে নন্দী, লায়ন নুরুল ইসলাম ইসলাম, লায়ন সায়মা সুলতানা প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধজুমের সোনালী পাকা ধানে ছেয়ে গেছে পাহাড়
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা