বিশ্বকাপ বাছাই খেলতে নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

ভারতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ হকি গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর। টুর্নামেন্ট শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশের মিশন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার হিসাব এখনো বাকি বাংলাদেশের। ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লেঅফ। এই প্লেঅফের ম্যাচ খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে। ম্যাচ তিনটি হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। পাকিস্তান সম্ভবত ১০ নভেম্বর আসবে। ম্যাচ তিনটি হতে পারে ১২, ১৩ ও ১৫ নভেম্বর। তিনটি ম্যাচটি হবে দিনের আলোতে মওলানা ভাসানী স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আমির খসরু
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে কে কত টাকা পাচ্ছে