বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ডাক পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে আসা সবাই ঠাঁই পেয়েছেন ক্যাম্পের দলে। ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, ফিনল্যান্ড প্রবাসী বসুন্ধরা কিংসের ডিফেন্ডার কাজী তারিক রায়হান এবং মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমও। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে কাতারে। এ উপলক্ষে শনিবার সব মিলিয়ে ৩৩ জনের ক্যাম্পের দল ঘোষণা করেন জেমি ডে। সোমবার শুরু হবে ক্যাম্প। লিগের খেলা চলমান থাকায় বুধবার পর্যন্ত ক্যাম্পে যোগ দিতে পারবেন খেলোয়াড়রা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে আবাসিক প্রস্তুতি। শুরুতে সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
বাছাইয়ের আগে প্রস্তুতি শানিয়ে নিতে কাতারে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সূচি অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল জেমির দল।
ক্যাম্পের দল: আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, কাজী তারিক রায়হান, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ ইমন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, রেজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, সুমন রেজা, মোহাম্মদ জুয়েল।
অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়: মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, ইমরান হাসান রিমন, আবু সাইদ ও ফয়সাল আহমেদ ফাহিম।

পূর্ববর্তী নিবন্ধকমতে পারে সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইনের মেয়াদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনীর বড় জয়