বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে লড়াই করে হার নারীদের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও গতকাল পাকিস্তাানের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ রানে হেরেছে বাংলার নারীরা। নিউজিল্যান্ডের লিংকনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ২০২ রান। চার বল বাকি থাকতে তারা অলআউট হয় ১৯৪ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২০ রানে প্রথম উইকেট হারায়। ১২ রান করা নাহিদা খানকে ফেরান তৃঞ্চা। এরপর তৃঞ্চা ফেরান আরেক ওপেনার সিদরা আমিন ও তিনে নামা মুনিবা আলিকেও। ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টানেন দুই অভিজ্ঞ জাভেরিয়া খান ও বিসমাহ মারুফ। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৭৩ রান। ৪৪ রান করে ফিরেন জাভেরিয়া। ৩২ রান করেন বিসমাহ। আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার ৬৬ রানের জুটিতে দুইশর কাছাকাছি ফৌছে পাকিস্তান। ৩৩ বলে ২৯ রান করে আউট হন ফাতিমা। ৫০ বলে ৪৪ রান করে ফিরেন আলিয়া। বাংলাদেশের দুই পেসার ফারিহা তৃষ্ণা ও রিতু মনি নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের দুই ওপেনার শামিমা এবং শারমিন আউট হন যথাক্রমে ১৮ রান এবং ১০ রান করে। অধিনায়ক নিগার সুলতানা আউট হন ১৫ রানে। এরপর ফারজানার সঙ্গে রুমানা আহমেদ জুটিতে আসে ৪৯ রান। ৩৬ বলে ৩০ রান করে আউট হন রুমানা। সোবহানা মোসতারি ও সালমা খাতুনরা দ্রুত বিদায় নিলে দল চাপে পড়ে । কিন্তু ফারজানা চেষ্টা করছিলেন দলকে টেনে নিতে। কিন্তু শেষ পর্যন্ত ৭১ রান করে ফিরেন ফারজানা । আর তাতেই বাংলাদেশ দলের জয়েল সম্ভাবনা শেষ হয়ে যায়। মুর্শিদা খাতুনও পারেননি দলকে জেতাতে। ফলে ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগার নারীদের। প্রস্তুতি পর্ব শেষে এবার আসাল লড়াই শুরুর অপেক্ষা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধসুলতান উল কবির চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী একাডেমির জয়
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ জয়ী