‘বিশ্বকাপ নিয়ে গর্ব করা উচিত সাকিবদের’

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারলেও ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শেষ বল পর্যন্ত ম্যাচে ছিল বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশ সেরা সময় কাটাচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘দেখুন, এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কখনও সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয়, ছেলেদের এটা নিয়ে গর্ব করা উচিত।’ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর কুড়ি ওভারের ক্রিকেটে এটাকে নতুন শুরু হিসেবে দেখছেন কোচ, ‘আমি মনে করি, এটি একটি নতুন শুরু। আগে কী হয়েছে জানি না। আমরা নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছি। হয়তো হেরে গেছি, কিন্তু ম্যাচটি উপভোগ্য ছিল।’

ভারতের বিপক্ষে অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। কোচের কথাতেই সেটি স্পষ্ট, ‘আমরা একটা ম্যাচ নয়, পরিকল্পনা করি পুরো দল নিয়ে। যতগুলো ম্যাচ খেলি, সেগুলো অবশ্যই জিততে চাই। আমরা জানি পাকিস্তান কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারে।

নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে খেলেছি নিকট অতীতে। তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।’ শ্রীরাম বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা পাকিস্তানকে হারাতে পারবো। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে খেলা আমাদের হাতে নেই।’

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধ‘কোহলির ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক’