টিম ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের। গুঞ্জন আছে বিশ্বকাপে ম্যানেজার হিসেবে নাফিসকে চাননি ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। তার চাওয়াতে নাফিসকে ছেঁটে ফেলা হয়েছে। অনেকদিন ধরেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাফিস ইকবাল। নাফিসের দায়িত্ব পালন নিয়ে দারুণ ইতিবাচক কথাই শোনা যায়। সমসাময়িক ক্রিকেটারদের সঙ্গে তার দারুণ সক্ষতা। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে নাফিসকে চাননি। অধিনায়কের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ ছাটাই করেছে নাফিসকে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। এটাও নিশ্চিত হওয়া গেছে সাকিব তামিম দ্বন্দ্বের কারণে সাকিব চাচ্ছেন না তামিমের বড় ভাই টিম ম্যানেজার হিসেবে ভারত সফর করুক। মূলত তামিমের বড় ভাই নাফিস বিশ্বকাপের অংশ হলে সাকিবের জন্য বিষয়টি অস্বস্তিকর হতে পারে। এই ভাবনা থেকেও নাফিসকে ম্যানেজার হিসেবে দেখতে চাননি সাকিব। গতকাল ২৬ সেপ্টেম্বর মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাফিস ইকবাল। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত আসায় ম্যাচের মধ্যেই বাসায় ফিরে যান তিনি। বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলাকালীন সময়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান নাফিস।












