বিশ্বকাপ ট্রফি আমার ক্যারিয়ারকে পূর্ণ করেছে : মেসি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

জীবনে অনেক কিছুই অর্জন করে নিয়েছিলেন মেসি ব্যক্তিগতভাবে। তারপরও নিজের সব ব্যক্তিগত অর্জনের বিনিময়ে হলেও বিশ্বকাপ জিততে চেয়েছিলেন ফুটবল কিংবদন্তী। পঞ্চমবারের চেষ্টায় সেটি তার হাতে ধরা দেয় ২০২২ সালে, কাতারে। এর পর যেন ফুটবলে আর চাওয়াপাওয়ার কিছু নেই এই মহাতারকার। মায়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে মেসির হাতে ‘শহরের চাবি’ তুলে দেন মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেস। তার সঙ্গে আলাপচারিতার সময় বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা বলেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি অধিনায়ক মেসি। ‘বিশ্বকাপ জয়ের সময় আমার ঠিক সেই অনুভূতি হয়েছিল, যেমনটা হয়েছিল আমার সন্তানদের জন্মের সময়। এটা এমন অনুভূতি, যা ব্যাখ্যা করা কঠিন। খুবই বিশেষ এবং এতটা অসাধারণ যে, আমি যাই বলব কম হয়ে যাবে।’ ২০০৬ আসর দিয়ে বিশ্বকাপে অভিষেক মেসির। তারপর ২০১০। ২০১৪ আসরে প্রথমবার খেলেন ফাইনাল। চার বছর পর ২০১৮ তে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তারা। অবশেষে গত আসরে শেষ হয় তার দীর্ঘ অপেক্ষা, ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আরেকটি আসর বসবে আগামী জুনে, এখনও সেই আনন্দের কথা বলতে গেলে শব্দ খুঁজে পান না মেসি। ‘বিশ্বকাপ জেতা চূড়ান্ত অর্জন। বিশ্বকাপের পর একজনের আর চাওয়ার কিছু থাকতে পারে না। সেই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত দিক থেকে, আমার পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং দেশের জন্য এই শিরোপা কতখানি, এটা ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাওয়া ভার। পুরো জাতি যেভাবে উদযাপন করেছে, তাতেই এটা পরিষ্কার। এটা ছিল স্পেশাল। আমি সৌভাগ্যবান যে, এর আগেই ক্লাব পর্যায়ে সবকিছু অর্জন করতে পেরেছিলাম। কেবল এই একটা শিরোপার ঘাটতি ছিল। এই ট্রফি দিয়ে আমার পুরো ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর সেরার লড়াইয়ে লরা-গার্ডনার-মান্ধানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার বিশেষ সাধারণ সভা