বিশ্বকাপ টুকিটাকি

হ্যারিকেনের টিমটিমে আলোয় ঘুমিয়েই পড়লেন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরা

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরানকে বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে আমেরিকার কাছে আটকে গিয়েছে ইংল্যান্ড। গত শুক্রবার গ্যারেথ সাউথগেটের দল হেরেও যেতে পারত। হ্যারিকেনদের ফুটবল দেখে বিরক্ত তাদের স্ত্রী, বান্ধবীরাও।

গ্যালারিতে বসে কেউ ঘন ঘন হাই তুললেন, কেউ নিজেকে ব্যস্ত রাখলেন মোবাইল ফোনে। তারা কেউই সাধারণ ফুটবলপ্রেমী নন। সকলেই ইংল্যান্ড ফুটবল দলের খুব কাছের। কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশ, জর্ডন পিকফোর্ড, বুকায়ো সাকাদের স্ত্রী, বান্ধবীরাও বিরক্ত হলেন তাদের খেলা দেখে। গ্যালারিতে বসে যেন তাঁদের সময়ই কাটছিল না। দলের জয় দেখতে সকলেই এসেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। আশা ছিল, আমেরিকাকে হারিয়ে সাউথগেটের দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র নিয়ে মাঠ ছাড়বে। তা তো হলই না। বরং গোটা ম্যাচে বিরক্তিকর ফুটবল উপহার দিলেন হ্যারিকেনরা।

ম্যাচের কোনও সময়ই দেখে মনে হয়নি জিততে পারে ইংল্যান্ড। আমেরিকার দাপট ছিল অনেক বেশি। পারফরম্যান্স এতটাই অনুজ্জ্বল ছিল যে তাদের স্ত্রী, বান্ধবীরাও যেন ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা করছিলেন। সকলের চোখেই অবিশ্বাস, বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। কারও মনই ছিল না খেলায়। আমেরিকার বিরুদ্ধে ইংল্যান্ডের খেলার সমালোচনা করছেন বিশেষজ্ঞদের একাংশ। স্টেডিয়ামের গ্যালারিতে ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের হতাশা, বিরক্তির ছবি সমালোচকদের আরও ইন্ধন যোগাচ্ছে। বিশ্বকাপের মাঝেই কি রিচার্লিসনের বিয়ে?
কাতার বিশ্বকাপে তারকার সম্মান পাচ্ছেন ব্রাজিলের রিচার্লিসন। সার্বিয়ার বিরুদ্ধে সাইডভলিতে তার অনবদ্য গোল রাতারাতি প্রচারের আলোয় নিয়ে এসেছে তাকে। চলছে তার গোলের নানা বিশ্লেষণ। ফুটবলপ্রেমীরা সময় পেলেই দেখে নিচ্ছেন তার বিখ্যাত হয়ে যাওয়া গোলটির ভিডিও। ব্রাজিল স্ট্রাইকারের এই সাফল্যের পিছনে রয়েছেন এক সুন্দরী। যদিও সেই মহিলার সঙ্গে আলাপ নেই তার।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের এই ফুটবলারের অনুপ্রেরণা ১৭ বছরের এক কিশোরী ক্যাট ডান্টাস। আদতে টিকটক খ্যাত। ব্রাজিলের কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যমেও যথেষ্ট পরিচিত। নানা রকম অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেন তিনি। তার ফলোয়ারের তালিকায় রয়েছেন রিচার্লিসনও। সেই ক্যাট মুগ্ধ সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের জোড়া গোল দেখে। ম্যাচ চলাকালীনই টিকটকে তিনি বলেছেন, রিচার্লিসন ভীষণভাবে আমার নিজের। আমি ওকে বিয়ে করতে চাই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, রিচার্লিসনের ছবি আমার ফোনের ওয়ালপেপার করছি। ওর নাচের ছবিও রাখব ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে। আমি ওকে ভালবাসি। রিচার্লিসনের খেলায় এতটাই মজেছেন ক্যাট যে কাতার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাঠে বসে দেখতে চান নিজের স্বপ্নের পুরুষের খেলা। দেখা করে বিয়ের প্রস্তাব দিতে চান জাতীয় দলের স্ট্রাইকারকে। উল্লেখ্য, কিছু দিন আগেই রিচার্লিসনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর বান্ধবীর। সে খবরও অজানা নয় ক্যাটের।দলের হারের পরেই মৃত্যু বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকের
ফুটবল বিশ্বকাপে দলের হারের পরে মৃত্যু হয়েছে ওয়েলসের এক সমর্থকের। ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিশ্বকাপ চলাকালীন এভাবে সমর্থকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ওয়েলস। জানা যায়, মৃত সমর্থকের নাম কেভিন ডেভিস। তার বয়স হয়েছিল ৬২ বছর। নিজের ছেলের সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। তার পরিবারকে কেভিনের মৃত্যুর খবর জানানো হয়েছে। কেভিনের দেহ সে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে খেলা দেখতে মাঠে জাননি কেভিন। শরীর খারাপ থাকায় হোটেলেই ছিলেন। সেখানেই মৃত্যু হয়েছে তার। স্বাভাবিক কারণেই কেভিনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধএসএসসির ফল আগামীকাল