বিশ্বকাপ জিতলে কত টাকা পেতে পারেন মেসি বা নেইমার

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী রোববার। কাতারে বিশ্বজয়ের লড়াইয়ে নামবে ৩২টি দেশ। কার হাতে ট্রফি উঠবে, জানা যাবে ১৮ ডিসেম্বর। তবে যে দেশই জিতুক না কেন, তাদের পকেটে ঢুকতে চলেছে বিরাট টাকার পুরস্কারমূল্য।
এ বারের বিশ্বকাপের পুরস্কারমূল্য আগের থেকে বেশ অনেকটাই বাড়িয়েছে ফিফা। ফলে প্রতিটি পর্যায়ে আগের থেকে বেশি অর্থ পাওয়া যাবে। এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার (বাংলাদেশি টাকায় ৪ হাজার
কোটি টাকার বেশি) পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লাখ ডলার পুরস্কারমূল্য ছিল।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। যত বেশি এগিয়ে যাওয়া যাবে, ততই পুরস্কারের অর্থ বাড়বে। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দেশগুলো বিদায় নেবে, তারা প্রত্যেকে ৯০ লাখ ডলার করে পাবে। প্রি-কোয়ার্টারে উঠলেই পাওয়া যাবে ১ কোটি ৩০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৭০ লাখ ডলার পাওয়া যাবে। চতুর্থ স্থানাধিকারী দল পাবে আড়াই কোটি ডলার। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ২২০ কোটি টাকা। ফাইনালে পরাজিত দলের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার। ফাইনালে যারা ট্রফি জিতবে তারা ৪ কোটি ২০ লাখ ডলার পাবে।
২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লাখ ডলার। ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনোই ১ কোটি ডলারের বেশি পায়নি। প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়াচ্ছে। ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার, তা ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতের জালে আর্জেন্টিনার ৫ গোল
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ও ‘নিষিদ্ধ’ ওষুধ বিক্রি, পটিয়ায় ৭ ফার্মেসিকে জরিমানা