বিশ্বকাপ খেলে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকবেন অধিনায়ক জ্যোতি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৭ অপরাহ্ণ

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গতকাল সোমবার মিরপুর শেরে বাংলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত কথা বলার পাশাপাশি ওয়ার্কলোড নিয়ে কথা বলেছেন তিনি। বাড়তি চাপ থেকে দূরে থাকতে ওয়ানডে বিশ্বকাপ খেলে এসে বিশ্রামে যাওয়ার কথা বলেছেন অধিনায়ক। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, এমনটা করবেন ঘরোয়া ক্রিকেট থেকে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি প্রায় গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। তাই আমার কাছে মনে হচ্ছে, এখন ক্রিকেটারদের উচিত বুঝে বুঝে খেলা, ওয়ার্কলোড ঠিক রেখে খেলা। কতটুকু খেললে আমি পরবর্তীতে আন্তর্জাতিক সিরিজে এভেইলেবল থাকতে পারবো বা ভালো পারফরম্যান্স দিতে পারবো।’এরপরই বলেছেন, ‘এজন্যই সিদ্ধান্তটা নেওয়া। কারণ আমাদের প্রধান দায়িত্ব তো জাতীয় দলের জন্য খেলা। ওই জায়গার জন্য যদি নিজেকে ফিট রাখতে না পারি, তাহলে সেটা দলের জন্য অনেক ক্ষতিকর হবে।’ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ২৬ অক্টোবর, ভারতের বিপক্ষে। এরপর জাতীয় ক্রিকেট লিগ থাকলেও দেশে ফিরে মেয়েদের লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিগার, ‘আমার ব্রেকটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নয়। আমি শুধু নারীদের এনসিএল খেলবো না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা। আমার জায়গায় অন্য কেউ খেলুক, এটাই চাই। আমি বিশ্বকাপ থেকে ফিরে কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকবো।’

পূর্ববর্তী নিবন্ধভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশের সামনে পাকিস্তান
পরবর্তী নিবন্ধকর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন