গতকাল শুক্রবার সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির তামিম ইকবাল। আর সেখানে তখন চলছিল অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের অনুশীলন। শুরুতে তার ঠিকানা হলো ইনডোরের সামনের মাঠ। ওখানেই অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের জন্য বিসিবির উপহার দেওয়া ব্যাট নিয়ে হাজির তিনি। সবগুলো ব্যাটই এসেছে তার মাধ্যমে। সব ক্রিকেটারকে ব্যাট বুঝিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কথা বলেন তামিম। পরে ইনডোরের ভেতরে ঢুকে শুরু করেন অনুশীলন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে খেলায় ফিরবেন তামিম। খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এর আগে যুবাদের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যাট। তাতে নিজের উচ্ছ্বাসের কথাই জানালেন আশিকুর রহমান শিবলী। যুবা এই ক্রিকেটার বলেন তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। সেই ব্যাট আমরা পেয়েছি। ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান সরকারের মাধ্যমে এনেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে। শুধু ব্যাট বুঝিয়ে দিয়েই থামেননি তামিম। বেশ কিছুক্ষণ অনুপ্রাণিত করেছেন যুবা ক্রিকেটারদের। আশ্বাস দিয়েছেন যেকোনো সমস্যায় পাশে থাকার। শুনিয়েছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসার পথও। শিবলী সেসব জানিয়ে বলেন তামিম ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন। উনার ভালো–খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন। আর সেটা মেনেই খেলার পরামর্শ দিয়েছেন তামিম তার উত্তরসুরীদের। তামিম লম্বা সময় ধরে মাঠের বাইরে। জাতীয় দলে আর ফিরবেন কিনা তাও নিশ্চিত নয়। অবসর কান্ডের পর বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া, পরে একাধিক সিরিজ না খেলা সহ সব মিলিয়ে মাঠের বাইরেই রয়েছেন তামিম। যদিও বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা বলেছেন এই দেশ সেরা ওপেনার। এরই মধ্যে বোর্ডের জাতীয় চুক্তিতে না রাখারও পরামর্শ দিয়েছেণ তিনি বোর্ড কর্তাদের। তবে মাঠের বাইরে বা যেখানেই থাকুননা কেন তামিম তার সতীর্থ এবং অনুজদের জন্য সব সময় সাহস নিয়ে পাশে দাড়ান। এবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেরতে যাওয়া যুবাদের জন্যও তেমনটি করলেন তামিম ইকবাল।