বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

মোস্তাফিজ ইস্যু ।। আইসিসিকে ভেন্যু সরাতে বলেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৩২ পূর্বাহ্ণ

আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবি। সর্বশেষ জানা গেছে বাংলাদেশের আবেদনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইসিসি। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠিানিক আলোচনা হয়নি। তবে একদুই দিনের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে তৈরি হওয়া টানাপোড়নের জের ধরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গতকাল দুপুর সোয়া ২টার দিকে বলেন, বিস্তারিত জানিয়ে দ্রুতই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেটি দেওয়া হয় বিকেল সাড়ে ৫টায়। তাতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি ও ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমেই বাড়তে থাকা দুর্ভাবনা বিশদ পর্যালোচনার পর এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড পরিচালকরা সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল এই টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে।’ বিসিবি আনুষ্ঠানিকভাবে জানানোর ঘণ্টা দুয়েক আগেই ক্রীড়া উপদেষ্টা সামাজিকমাধ্যমে জানিয়ে দেন বিসিবির সিদ্ধান্তের কথা।

মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর শনিবার সন্ধ্যায় সিলেটে বিসিবি সভাপতি সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি দাবি করে প্রসঙ্গটির গভীরে তিনি যেতে চাননি। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া ঠিক হবে কি না, এই প্রশ্নে তিনি বলেছিলেন, বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। পরে রাতে ব্যাপারটি নিয়ে আলোচনা করেন কয়েকজন পরিচালক। সেই আলোচনা খুব বেশি দীর্ঘ হয়নি। বোর্ডের সিদ্ধান্ত ছিল, আইসিসির কাছে চিঠি দিয়ে নিজেদের দুর্ভাবনার কথা জানানো হবে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাওয়া হবে। বিসিবির এক পরিচালক তুলে ধরেছিলেন তাদের আরও কিছু ভাবনার কথা। গত বছর ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। এ বছরের অগাস্টে তাদের আসার কথা। আগামী বছর বাংলাদেশে হওয়ার কথা এশিয়া কাপ। পরে আছে নারী অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করার কথা ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় বোর্ডের সঙ্গে টানাপোড়েনের জায়গায় তাই যেতে চায়নি বোর্ড। কিন্তু দুপুরে সেই অবস্থানই বদলে যায়। মূলত সরকারের উচ্চপর্যায়ের কঠোর ভাবনার কারণেই বিসিবি সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। বিশেষ করে, সরকারের একজন উপদেষ্টা এখানে অনড় অবস্থানে ছিলেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল রোববার রাতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া সিদ্ধান্তের আভাস দিয়ে রাখেন। ‘উগ্র সামপ্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’ বিসিবি শেষ পর্যন্ত সেটিই করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, তাদের আশা আইসিসি ব্যাপারটি অনুধাবন করবে এবং দ্রুত সাড়া দেবে। আইসিসির কাছ থেকে জবাব পাওয়ার সময়টা আপাতত অপেক্ষাতেই কাটাতে হবে বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধব্রুকলিনের বন্দিশিবিরে মাদুরো
পরবর্তী নিবন্ধদ্বৈত নাগরিকত্ব, জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল