এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এর আগে বিশ্ব ভ্রমণ করছে ট্রফি। তারই অংশ হিসেবে গত রাতেই বিশ্বকাপ ট্রফি পৌছে গেছে বাংলাদেশে। গত রাতে ট্রফিটি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ট্রফি বাংলাদেশে থাকবে তিনদিন। আর এই তিন দিনের কর্মসুচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ প্রথমদিন বিশ্বকাপ ট্রফি যাবে পদ্মা বহুমুখী সেতুতে। বিশ্বকাপ ট্রফি যে দেশে যায় সে দেশের একটি বিশেষ স্থাপনায় ফটোসেশন করা হয়। এবারের বিশেষ স্থাপনা হিসেবে বেছে নেওয়া হয়েছে পদ্মা সেতুকে। দেশের বিশেষ এই স্থাপনার মাওয়া প্রান্তে বিকেল তিনটায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। এদিনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে এটুকুতে। পরদিন আগামীকাল ৮ আগস্ট ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে স্বপ্নের এই ট্রফি। প্রথম দই দিনের কর্মসুচিতে সাধারন মানুষের কোন অংশ গ্রহন রাখা হয়নি। তবে তাদের হতাশ হওয়ার কোন কারন নেই। জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। ঐ দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে সেখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা। ছবি তুলতে পারবে বিশ্বকাপ ট্রফির সাথে। তবে যথারীতি এবারে হতাশ হতে হচ্ছে চট্টগ্রামের দর্শকদের। ঢাকার বাইরে যাচ্ছেনা বিশ্বকাপ ট্রফি। যদিও গত বিশ্বকাপের ট্রফিটা চট্টগ্রামে আসলেও এবারে আসছেনা। আর কেনইবা এবারের বিশ্বকাপ ট্রফি চট্টগ্রামে আসছেনা তারও কোন সদুত্তর পাওয়া যায়নি। বাংলাদেশে তিন দিনের সফর শেষে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। এরপর মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে ঘুরবে ট্রফিটা। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ ঘুরে এসেছে এবারের বিশ্বকাপ ট্রফি।