বিশ্বকাপ ইতিহাসে আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে শনিবার টাইগারদের ৮৭ রানের পরাজয় উপহার দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে এই হারে বাংলাদেশ গড়েছে অনেকগুলো লজ্জার রেকর্ডও। নেদারল্যান্ডসের বিপক্ষে এটি তাদের ৪র্থ হার। এর আগে ২০০৩ সালে কানাডার বিপক্ষে ৬০ রানে, ২০০৩ সালে কেনিয়ার বিপক্ষে ৩২ রানে ও ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে হেরেছিল বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশ হিসেবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। ডাচদের বিপক্ষে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের হারে বাংলাদেশ। এরপরেই আছে ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেনিয়ার ৭৩ রানের জয়। এই তালিকায় চারে আছে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬২ রানের মহাকাব্যিক জয়টি।