বিশ্বকাপে রেকর্ড গড়লেন ট্রেন্ট বোল্ট

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। কিউইদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে লংকানদের বিপক্ষে তিন উইকেট শিকার করেন বোল্ট। এতেই বিশ্বকাপে কিউইদের সেরা বোলার বনে যান তিনি।এ তালিকায় বোল্টের পরের অবস্থানে রয়েছেন চলতি বিশ্বকাপে দলে থাকা তার সতীর্থ পেসার টিম সাউদি। বিশ্বকাপের আসরে ৩৮টি উইকেট শিকার করছেন ডানহাতি পেসার সাউদি। এছাড়া বিশ্বকাপে বাঁহাতি পেসারদের মধ্যে তৃতীয় হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বোল্ট। এ তালিকায় সবার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। এই অসি পেসার শিকার করেছেন ৫৯ উইকেট। ৫৫ উইকেট শিকার করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের পাশে গল টাইটান্স
পরবর্তী নিবন্ধবিসিবির সাথে চুক্তি নবায়ন করতে চান না ডোনাল্ড