বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা তামিম ইকবালের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ক্রিকেট দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে পানি কম ঘোলা হয়নি। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো আলোচনায় তামিম ইকবাল ইস্যু। পক্ষবিপক্ষ মন্তব্যে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম। দল থেকে বাদ পড়লেও তামিম ইকবাল বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঠিকই শুভ কামনা জানিয়েছেন। বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা একটি গানের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে সেখানেই তামিম জাতীয় দলকে শুভ কামনা জানিয়েছেন।

মোবাইল অপারেটর রবির সৌজন্যে অর্থহীন ব্যান্ড তৈরি করেছে বিশ্বকাপ নিয়ে একটি গান। সেই গানের ভিডিওর সাথে গানের একটি অংশ লিখে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবাল লিখেছেনসময় এসেছে/বাংলাদেশে এবার/পারবে তুমিও জিতে যেতে/আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি, এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’

পূর্ববর্তী নিবন্ধগত আসরের ফাইনালই যেন আজ বিশ্বকাপে
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল মুক্তিযোদ্ধা