বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলিতে কে কার প্রতিপক্ষ বা ম্যাচগুলির সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে বাংলাদেশের দুই প্রতিপক্ষের নাম আগেই জানিয়ে দিল বিসিবি। বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন কুমার দাসের দল। বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলি যে দুই ভেন্যুতে খেলবে, সেখানে অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচ দুটি হবে বেঙ্গালুরুতে।

বিপিএল শেষ হওয়ার ৫ দিন পর আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর পথে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, বিপিএল শেষ হওয়ার আগে বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

আমাদের প্রস্তুতিটা আমরা খুব হিসেব করে সাজাচ্ছি। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে, তাদের নিয়ে আগেভাগেই কাজ শুরু হবে। যারা শেষ চারে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড় তাদের আগেভাগেই প্রস্তুতির আওতায় আনতে চাই আমরা।’ বিপিএল শেষ হওয়ার পর হাতে সময় কম থাকায় ঘরের মাঠে লম্বা কোনো ক্যাম্প করার সুযোগ নেই, বললেন নাজমূল। ‘বিপিএল শেষ হলেই দুইতিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলব আমরা। ‘বোর্ডের একজন ট্রেইনার পুরো বিপিএল কাভার করবেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওয়ার্কলোড জিপিএসের মাধ্যমে মনিটর করা হবে। কেউ যদি ‘রেড জোনে’ (অতিরিক্ত চাপের মুখে) চলে যায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানানো হবে যেন তাকে বিশ্রাম দেওয়া হয়।’ ‘আমাদের ফিজিও ও ট্রেইনাররা নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখবেন। জাতীয় দলের স্বার্থে পুরো টুর্নামেন্ট জুড়েই এই ম্যানেজমেন্ট প্রক্রিয়া চলবে।’ ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে নবাগত ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে লড়তে হবে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধআন নিসা একাডেমির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনিউরন প্রিমিয়ার লিগ সম্পন্ন