বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে খুশি বিসিবি

শান্তর অধিনায়কত্ব নিয়ে ভাবছে না এখন বোর্ড

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স নিয়ে বেশ বিতর্ক থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে বিশ্বকাপে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। একদিকে ব্যাটারদের পুনঃ পুনঃ ব্যর্থতা, সেমিতে উঠতে না পারা, আফগানিস্তানের কাছে হার নিয়ে যখন ক্রীড়ামোদীদের উচ্চকণ্ঠ তখন বিসিবির পক্ষ থেকে টাইগারদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করা হচ্ছে। দলের অধিনায়কের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে কথা উঠলেও এ নিয়ে চিন্তিত নয় বলে মনে হচ্ছে বিসিবিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। চলমান টিটোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি। একই সঙ্গে ভুগেছে দলও। তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১১২ রান, স্ট্রাইকরেট ৯২। এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে সে প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফর্মম্যান্স নিয়েও। শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন, ‘আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা’। টিটোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে জালাল বলেন, ‘সাকিবমাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টিটোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফর্ম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’ এদিকে বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।

বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে তার সবকটিতেই বড় অবদান ছিল বোলারদের। এক তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো কোনো রান করতে পারেননি। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি। এ প্রসঙ্গে জালাল বলেন, ‘টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমি কখনো দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’ পুরো আসরেই দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। এই তরুণকে নিয়ে জালাল বলেন, ‘দুর্দান্ত বোলিং করেছে আমাদের পেসার ও স্পিনাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এ ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।’

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে বাংলাদেশের রিশাদ
পরবর্তী নিবন্ধমমতার বিরুদ্ধে মানহানি মামলা করবেন রাজ্যপাল