বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম দুই ম্যাচে হেরে একরকম ছিটকে পড়েছে পাকিস্তান। তারপরও ক্ষীণ আশা জিইয়ে রাখতে পরের দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের হারের কামনাও করতে হবে পাকিস্তানকে। সেই দুই ম্যাচের প্রথমটিতে জয় তুলে নিয়েছে পাকিস্তান। গতকাল কানাডাকে ৭ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। নিউইয়র্কের নাসাও স্টেডিয়ামে এই ম্যাচেও রাজত্ব করেছে বোলাররা। প্রথমে ব্যাট করতে নামা কানাডা ১০৬ রানের বেশি করতে পারেনি। ওপেনার জনসন এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে বাকিরা কেবলই আসা যাওয়া করেছে। জনসন তুলে নেন হাফ সেঞ্চুরি। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাকিরা দাঁড়াতে পারেনি। ফলে ১০৬ রানে থামে কানাডার ইনিংস। জনসন ৪৪ বলে ৫২ রান করেন। শেষ দিকে সাদ ১০ এবং কালিম ১৩ রান ছাড়া বাকি কেউই দুই অংকে যেতে পারেনি। পাকিস্তানের মোহাম্মদ আমির এবং হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ২০ রানে সাইম আইয়ুবকে হারায়। দ্বিতীয় উইকেটে রিজওয়ান এবং বাবর আজম মিলে ৬৩ রান যোগ করেন। ৩৩ বলে ৩৩ রান করে ফিরেন বাবর। ফখর জামান এসে ৪ রানের বেশি করতে পারেনি। তবে রিজওয়ান ম্যাচটা শেষ করে আসেন উসমান খানকে নিয়ে। ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। ১৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধ১৫শ টাকায় এলাচ কিনে ৩৬শ টাকায় বিক্রি
পরবর্তী নিবন্ধযাত্রামোহন সেনগুপ্তের বাড়ি নিয়ে আদালতের সেই আদেশ বাতিল