বিশ্বকাপে একের পর এক রেকর্ড দক্ষিণ আফ্রিকার

মার্করামের দ্রুততম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

একের পর এক রেকর্ড। আর এর কারিগর দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ব্যাটিং তান্ডব চালিয়ে রীতিমত রেকর্ড বই তছনছ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। গতকাল শনিবার লঙ্কান বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। বিশ্বকাপ ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে দক্ষিণ আফ্রিকার তিনতিনজন ব্যাটার হাঁকিয়েছেন সেঞ্চুরি। তারা হলেনকুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডাসেন এবং এইডেন মার্করাম। ৮৪ বলে ১২ চার আর ৩ ছক্কায় ১০০ করেন ডি কক। ১১০ বলে ১০৮ রানের ইনিংসে ভ্যান ডার ডাসেন হাঁকান ১৩ বাউন্ডারি আর ২ ছক্কা। বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ড এবারই প্রথম। এর মধ্যে আবার মার্করাম ৪৯ বলে করেছেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে দুইবার এক ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছিলেন প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকা ছাড়া আরেকটি দল এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছে ওয়ানডেতে। তারা হলো ইংল্যান্ড। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ (৪৯৮/) সংগ্রহ গড়ার পথে ইংল্যান্ডের তিন ব্যাটার সেঞ্চুরি হাঁকান। মার্করাম বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে লঙ্কান বোলার মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন ৪৯ বলেই। ১৪ চার আর ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মার্করাম। ৫৪ বলে ১৪ চার আর ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে দিয়ে যান এই ব্যাটার। বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল ৫০ বলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ২০১৫ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাঙওয়েল এই তালিকায় তিন নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কাবাডি খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদলের প্রয়োজনে সব পজিশনে ব্যাট করেন মিরাজ