বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আজ শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের নবম আসর। এর আগে টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট বাংলাদেশের সাকিব আল হাসানের। ৩৬ ম্যাচ খেলে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৮ গড়ে। এখন পর্যন্ত বিশ্বকাপের সবগুলো আসরে খেলা দু’জন ক্রিকেটারের একজনও সাকিব। অন্যজন রোহিত শর্মা। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির উইকেট ৩৯টি, সাকিবের চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন তিনি। সাকিব ছাড়া সেরা পাঁচে থাকা আর কোনো বোলারই যাচ্ছেন না এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে। তিনে থাকা শ্রীলংকার লাসিথ মালিঙ্গা সবশেষ খেলেছিলেন ২০১৪ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে। ৩১ ম্যাচ খেলে ৩৮ উইকেট তার। ২০১৪ বিশ্বকাপ জেতা শ্রীলংকা দলের সদস্যও ছিলেন তিনি। সেরা পাঁচে থাকা বাকি দুজন হলেন সাঈদ আজমল ও অজন্তা মেন্ডিস। ২৩ ম্যাচে আজমলের উইকেট ৩৬টি, ২১ ম্যাচ খেলে তার চেয়ে এক উইকেট কম পেয়েছেন মেন্ডিস। সাকিব ছাড়া সেরা দশে থাকা আর একজনই এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন। দুই আসরে ১৬ ম্যাচ খেলেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার শ্রীলংকার অধিনায়ক তাতেই তুলে নিয়েছেন ৩১ উইকেট। যদিও এবারের আসরেই সাকিবকে তার ধরে ফেলার সম্ভাবনা বেশ কম। অর্থাৎ সাকিবের রেকর্ডটা আরও কিছুদিন তার কাছেই থাকার কথা।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা আন্তঃ ফুটবল টুর্নামেন্টে ৩২ দলের জার্সি উন্মোচ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সাকিবের বাড়িতে শান্তরা