বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। বিশ্বকাপ খেলতে গিয়ে দেশের মানুষের জন্য কাঁদছে রশিদ খানের মন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি দিয়েছেন অনুদানের ঘোষণা। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় আফগান স্পিনার রশিদ জানিয়েছেন, চলতি বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন তিনি। তিনি লিখেন ভারাক্রান্ত মনে পশ্চিম প্রদেশের (হেরাত, ফারাহ ও বাদঘিস) ভূমিকম্পের মর্মান্তিক প্রভাবের খবর জেনেছি। আমি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ ফির পুরোটা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দিচ্ছি। যারা সাহায্য করতে চান তাদের জন্য শীঘ্রই আমরা একটি তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু করব। হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় শনিবার স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। গত রোববার দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা ২ হাজার ৫৩ বলে জানিয়েছে। এছাড়া ৯ হাজার ২৪০ জন আহত এবং ১ হাজার ৩২৯টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়। আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানান, ভূমিকম্প শুরু হওয়ার পর হেরাতে বাসিন্দারা তড়িঘড়ি করে বাড়ি ও ভবনগুলো ছেড়ে বের হয়ে আসতে শুরু করে। এ সময় অনেকে হতাহত হন। ভূমিকম্পে হেরাতের গ্রামীণ ও পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে মুখপাত্র জান সায়েক জানান।

পূর্ববর্তী নিবন্ধস্টোকসকে বাংলাদেশের বিপক্ষে খেলানো নিয়ে দ্বিধায় ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধআলোচনার কেন্দ্রে ধর্মশালা স্টেডিয়ামের আউটফিল্ড