বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দ. আফ্রিকা ও আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

এক রকম দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবকরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেকোন বিশ্বকাপের আগে অংশ গ্রহনকারী দল গুলোর জন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেন আইসিসি। এবারেও তার ব্যতিক্রম হচ্ছেনা। এরই মধ্যে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। সরাসরি সুপার টুয়েলভ পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচ গুলো হবে ব্রিজবেনের দুটি মাঠে। তবে বিশ্বকাপের মূল ভেন্যু গ্যাবায় নয়। বাংলাদেশ তাদের ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে।
বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ এরই মধ্যে তাদের দল ঘোষণা করেছে। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তবে এখনো বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেনি বাংলাদেশ । দু এক দিনের মধ্যে শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দলের অনুশীলন। আর তখণই ঘোষনা করা হবে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল। আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে টাইগাররা। বৈশ্বিক আসরের আগে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজটির সব ম্যাচই হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় ফিরছেন সাইমন-মাহি
পরবর্তী নিবন্ধসাদা-কালো জার্সির ঔজ্জ্বল্য যেন হারিয়ে যাচ্ছে