টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি। সেই প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতহার আলী খান। একই প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক দুই তারকা ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসন। এবারের বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান ছাড়াও আছেন আরো ২১ জন।